কত ব্যথায় কটিয়েছো দিন
যখন গর্ভে ছিলাম তোমার
কতটুকু যন্ত্রণা দিয়ে তোমায়
মাগো জন্ম হলো আমার।
এত কষ্ট পেয়েও তুমি হয়েছিলে কেমন খুশি!
জনমে আমার কেঁদেছি আমি অথচ তোমাতে সুখের হাসি।
কত রাত যে কাটিয়ে দিয়েছো অনিদ্রায় জেগে জেগে
নিজের সুখগুলো বিলীন করেছো আমার কথাটি ভেবে।
কতকষ্টে শীতের রাতে আমার ভেজানো চাদর
তুমি থেকেছো্ ঠান্ডা ভেজায় আমার জন্য আদর।
তোমার স্তনে জীবন আমার
তোমার কোলে বাস;
তোমার কথায় বলছি কথা
দীর্ঘ বরষ মাস।
অসহায় শিশুটিরে কত কষ্টে তিলে তিলে করেছো বড়
ভালবাসা তোমার এতটুকু কমেনি বেড়ে গেছে তা আরো।
স্কুল শেষে যদি কোনদিন হয়েছে একটু দেরী
তুমি আশংকায় কটিয়েছো সময় প্রভুর আশীর্বাদ হেরী।
আজও কোনদিন অফিস শেষে ফিরতে হলে রাত;
প্রাণের প্রিয়াটি নেয়না যে খোঁজ সেথায় শুধু তোমারই নিরব অশ্রুপাত।
আমার ব্যথায় তুমি ব্যথী
আমার সুখে সুখী
তোমার মূল্য যে জন দেয়নি সেজন চরম দুখী।
তোমার দোয়া থাকলে মাগো শঙ্কা নাহি মনে
কোন বাঁধাই পরোয়া করি না রাখি না ভীতি প্রাণে।
মৃত্যুশাসিত এ জীবনে যেদিন থাকবে না তুমি ভবে
আমার সকল সুখের সূর্য গুলি মাগো সেদিন অস্ত যাবে।
যতদিন মাগো এ দেহে প্রাণ আছে
তোমার জন্যে নিবেদীত এ প্রাণ শত ব্যস্ততা মাঝে।
শুধিতে পারিবনা ঋণ মাগো তোমার
সেই সাধ্য মানুষের নাই
সারা জনম পদতলে তোমার মাগো ,দিয়ো এই অভাগারে ঠাই ।
তোমার চেয়ে বড় সাধক এই ভুবনে নাই
তোমার সেবায় বেহেশত জানি দোজখ অবহেলায়।
স্বর্গনরক মাগো আমার থাকো চিরদিন সুখে
এই অভাগেরে সারাটি জীবন আগলে রেখো বুকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।