ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্বরোহী তবে শিথিল সমাজকে ভাঙ না কেন সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনেরে সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলনা কেন
বাবাকে অনেক অনুরোধ করে বাবার ব্লগে লিখার অনুমতি পেলাম।
আমার নাম আফিয়া ইবনাত। আমার ডাক নাম বহ্নি। আমি ৬ষ্ঠ শ্রেনীতে পড়ি। বাবা সারারাত জেগে কম্পিউটারের সামনে বসে মানুষের সেবার জন্য কাজ করেন।
আর দিনের বেলায় বাবা নিজে বিপদগ্রস্থ মানুষের সাহায্যের জন্য তাদের পাশে গিয়ে দাড়ান। আমি খবরে শুনেছি জাপানে নাকি ভয়াবহ ভূমিকম্প ও সুনামি হয়েছে। আমার এক আংকেলও জাপানে আছেন। তাকে বারবার ফোন করছি, কিন্তু ফোন যাচ্ছেনা। আপনারা তার জন্য দোয়া করবেন।
শুধু তার জন্য নয় জাপানে অবস্থিত সকল মানুষের জন্য দোয়া করবেন। জাপান থেকে অনেক মানুষ বাবার কাছে ফোন ও ই-মেইল করেছে। বাবা তাদের জন্য কিছু করার সাধ্যমত চেষ্টা করছেন। আমি বড় হয়ে বাবার মত মানুষ ও মানবতার জন্য কাজ করতে চাই। আমার জন্য দোয়া করবেন।
[ বিঃদ্রঃ আমি কি এই ব্লগে সর্ব কনিষ্ঠ ব্লগার ? ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।