mrchy_84@yahoo.com
জনতা বিপ্লবী, জনতা সংগ্রামী
উন্নয়নের ধারক তারাই মুক্তিকামী
কোন আন্দোলন বৃথা যায়নি
সংগ্রামবিহীন মুক্তি পায়নি।
৫২'র ভাষা আন্দোলনে লড়েছে বাঙালী
তবু কেন আজ মুক্তির জন্য আমরা কাঙালী
৬৯'রে গণঅভুত্থান, ৭১'রে স্বাধীনতা
অজস্র সংগ্রামের চিহ্ন রয়েছে মানেনি পরাধীনতা।
সংগ্রামী জনতা মোরা সাফল্য অর্জনে ব্যস্ত
সদা সর্বদা সংগ্রামে থাকি মোরা ন্যস্ত
সংগ্রাম ছাড়া কোন কিছু আসে নাতো মাগনা
তাই তো থাকে জনতা সব সময় জাগনা।
দেশের স্বার্থে মোরা ঝরাতে পারি রক্ত
সংগ্রামের দ্বারা স্বাধীনতা করব পাকাপোক্ত
সাফল্যের মাধ্যমে দূর করব সকল জড়তা
নির্ভীক সৈনিক মোরা সংগ্রামী জনতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।