গভীর নিশীথে নিকষ কালো অন্ধকারে
এলোকেশে দাড়িয়ে,খোলা জানালার গ্রীল ধরে
দৃষ্টি উদাস আকাশপানে,দূর থেকে বহুদূরে
ভারাকান্ত হৃদয়,দু'চোখ বেয়ে নিরবে অশ্রু ঝরে
দূরে কোথাও নিভু প্রদীপের আবছা আলো
নিশ্চুপ পুরো শহর কোলাহল নেই কোথাও
ক্লান্ত শরীর,বিষন্ন মন জেগে আছে তবুও
কেন এই বিষন্নতা,কেন?
সব পেয়েও কেন না পাওয়ার যন্ত্রনা
জীবনের সাথে অভিনয় করে কেন এ যাতনা
ক্ষনিকের এই পৃথিবীর তরে কেন এতই টান
একটু সুখ প্রাপ্তির জন্য জীবনের সাথে কেন এতই অভিমান......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।