আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্নতা

তোমার শরীরের দিকে চাও, মগ্ন হও একবার তোমার শরীরের পানে, কবিতারা ওখানে বসবাস করে অহোনিশি

বিষন্ন কষ্টের মুহূর্তগুলো ঝড়ে পড়ছে সামনের চত্তরে আনমনে বসে বসে ভাবি কুড়াবো নাকি দু'একটা- বিষন্নতার আগুন জ্বলে প্রজ্জলিত হোক চারপাশ মুহুর্তগুলোকে সাজাই বিমূর্ত ক্যানভাসের আয়নায়... এরকম কত কত মুহূর্ত নিয়ে আমাদের বসবাস, এরকম কত কত মুহূর্ত কেটে যায় হেলায় ফেলায়... সময়হীনতায় ভুগে ভুগে অথবা মায়াবী কষ্টের মায়াজালে... একবার জড়ো করি আগুনের দিন, মোমের আলোয় অথবা কফির টেবিলে উৎসব হোক বিষন্নতা বিষয়ক ফিরে আনি ফেলে আসা দিনের অচেনা দীর্ঘশ্বাসগুলো বিশ্বাসের আগুনে পুড়াই অবিশ্বাসের সকল ক্ষতস্থান একবার জড়ো করি আগুনের দিন, বিষন্ন রাত্তিরে... চারপাশে এখন কাঁচপোকার রাজত্ব; প্রজাপতিদিন লুপ্তপ্রায় কেউ কেউ ফিরে যেতে চান আলো-আধারীর জটিলতায় বিষন্নতায় ঢাকা বিকেলগুলো আমন্ত্রন জানায় আমাদের একবার আস, ফিরে পাই সোনালী ডানার চিল, গোপনদুঃখ বিরহী আগুনে প্রতিবেশী সেজে ভাগ করে নেই সকল বিষন্নতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।