বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............
রাতটা কেন যেন আজ নেমেছিল সন্ধ্যার আগেই
দুপুর হবার পরেও উঠছিলোনা ন্যাংটো হলুদ সুর্যটা
প্রহসনের ভালোলাগা বারবারই তাড়া করে ফেরে
বিষন্নতায় ছেয়ে যাওয়া বুক; বালিশ চাপায়ও কাজ হয়না
বারবারই হা-হুতাশ করে অক্লান্ত হৃদয়
নিবেদিকা....! তোর কাছে আর কোনই নিবেদন নেই আমার।
লাল নীল পরীর দেশে ঘুরে ঘুরেও রঙ্গীন হয় না মন
সাদা বক আর কালো বেড়ালই কেড়ে নেয় সারাটা সময়
নিস্পলক সেই সব বালকেরা
আতুর ঘরে জন্ম নেয়া আবাল বৃদ্ধেরা
জড়িয়ে ধরে বিষন্নতায়।
দিপাবলীর আধারী আলো কেড়ে নেয় স্বপ্ন
ছিনা টান করে দাড়াতে গিয়েও কুজোবুড়ির কাছে হার মানা
অবহেলার সেই সব গোধুঁলীগুলি নির্বিঘ্নে আত্মাহুতি দেয়
আর সুবোধ বালকেরা ভর করে দুষ্ট বালিকার ঘারে
ভগবানের ঘাড় টেনে নবজাতকের জন্ম দেয়......আধারে!
এরপর সব কিছুই আবার শুরু হয় প্রথম থেকে
মাঝরাতে গুলিস্তানের স্যাডো আলোর লীলাখেলা
পিচঢালা পথের নিগ্রো নাবিক পথ হারায়
আবার আরেকটি নতুন দিনের খোঁজ
আজই যদি কেটে যায় আজীবনের বিষন্নতা।
(বি.দ্র: একজন আমায় বলেছে; সে থাকুক আর নাই থাকুক, আমার লেখাটা যেন না থামে। আমার হেয়ালীপনা আর বুঝি চালানো গেলনা। লেখালেখি এবার বুঝি শিখতেই হবে।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।