আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্নতা



আরেকটু জোরে টানেন না... একটু বিরক্তি ভরা কন্ঠেই বলে উঠি আমি ... হাড্ডিসার শরীরের সবগুলো ইন্দ্রীয় থেকে নিংরানো আরেক বিন্দু শক্তি রিকশার গতি বাড়ায় কিছুটা......। হঠাৎ কেন যেন কিছুটা দুর্লভ বিষন্নতায় আছাড় খাই আমি... রিকশা টানতে থাকা সেই জীর্ণ বৃদ্ধের প্রতি চোখ পড়ায়...... এ নির্মমতা আমাকে একা করে তোলে, মাথা নিচু করে থাকি ...... সমাধির সামনে... হাজার বছর আগে এমন কোন এক নির্মমতা দেখে ঈশ্বর যখন বিষন্নতায় ভোগেন না আর... এ সমাধি সেই মহাকালে গড়েছিলাম আমি ... ঈশ্বরেরই জন্য । গন্তব্যে পৌছে যাই এক সময়, প্রিয়তমার সাথে কিছুটা অবসর কাটাবো আজ...। সামনে বসে থাকা এমন অপরুপ সৌন্দর্যে......... বিষন্নতায় ভাটা পড়ে কিছুটা......। চোখে চোখে রঙিন স্বপ্নের কথার ফাকে কবর খুড়তে থাকি মনেমনে.........। যে দুর্লভ বিষন্নতার জন্ম হয়েছিল অযাচিত প্রহরে... এ কবর তার জন্যই গড়া......। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।