আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্নতা



বিষন্নতা -মুনতাশির আল-ইসলাম বিষন্নতা
! কি এই বিষন্নতা? 
এটা কি মানুষের জীবনের ব্যর্থতার গ্লানি? 
কিন্তু কেন? এর কিই বা প্রয়োজন? কেনই বা মানুষ বিষন্নতায় ভোগে? কেন এই প্রশ্ন

? এই প্রশ্নের উত্তর কে দেবে? জানি, কেউ দেবে না। কারণ সবাই এটাতে ভূগছে।
 এসব জানার পরও খুঁজলাম,

 কেন খুঁজলাম
? 
আমিও তো তাদের একজন। 
তহলে? হন্নে হয়ে ছুটলাম,

 
এখান থেকে ওখানে, 
এখান থেকে সেখানে, 
নাহ! এর কোনো উত্তর নেই! তবুও আশা হারালাম না।

 
ইন্টারনেট, কম্পিউটার, নাহ! কোনো কিছুই বাদ রাখিনি। তবে? তবে কি কখোনই আমি- এর উত্তর খুঁজে পাব না? কিন্তু কেন? কেন এই বিষন্নতা? 
-
মুনতাশির আল-ইসলাম বিকাল ০৬:১৪, ৭-অক্টোবর ২০০৯ইং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।