আমাদের কথা খুঁজে নিন

   

আমরাও বাংলাদেশের হার্ডকোর সমর্থক

আমি মুক্তি "চাই" না কেউ আমাকে মুক্তি "দেবে" তাও চাই না আমি শুধু চাই মুক্ত "হব"

বাংলাদেশ এখন শুধু আমাদের বাংলাদেশিদেরকেই নয় বিশ্বব্যাপী মানুষদের মাতিয়ে রেখেছে। একসময়ের প্রথিতযশা দলগুলোকেও ভাল টেনশন দিতে পারছে, প্রশংসা কুড়োচ্ছে বিশ্বব্যাপী, নন্দিত ও নিন্দিত হচ্ছে, সিধু টাইপ পাগলারা এখন বাংলাদেশকে তেলাপোকার সাথে তুলনা করে নিবীর্য বৃদ্ধদের মত স্বপ্নে রতিসুখ লাভের চেষ্টায় রত। সেই বাংলাদেশ আজ ওয়ার্ল্ড কাপ খেলছে নিজের দেশেই। আমরা সবাই প্রাণ ঢেলে দিচ্ছি প্রতিটি খেলায়, বাসার বুড়ো থেকে বাচ্চা পর্যন্ত এক জপ করছে "বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ" যে পিচ্চি হয়ত জানেইনা ভালমত ক্রিকেট কি সেও শুধু বাংলাদেশ নামটা শুনে টিভির সামনে অধীর হয়ে অপেক্ষা করছে কখন খেলা শেষে বাংলাদেশ বাংলাদেশ বলে উচ্ছ্বাস করতে করতে রাস্তায় নামবে একটা লাল সবুজ পতাকা হাতে। শুধু স্টেডিয়াম নয়, মেতে উঠছে প্রতিটি ঘর, মার্কেট, টি এস সি সহ কত শত প্রান্তর, রাস্তা ঘাট।

টি এস সিতে খেলা দেখার কি আকর্ষন, বন্ধুদের নিয়ে হইহল্লা করার কি সুখ তা সকলেই জানেন। কিন্তু একদল সমর্থককে টি এস সি যাবার আগে চিন্তা করতে হয় সেখানে যেতে পারবে কিনা, আর উৎফুল্লভাবে ফিরতে পারবে কিনা। এই দলের নাম নারী সমর্থক। আমি সেই গোত্রের বলেই আজকের এই পোস্টের অবতারনা। আমাকে টি এস সি যাবার আগে ভাবতে হয় সেখানে বন্ধুরা আছে কিনা, যাওয়া যাবে কিনা (যদিও বেশির ভা সময়েই যাওয়াটা খুব বেশি ঝামেলার হয়না) আর খেলা যখন শেষ পর্যায়ে তখন আমাদের শুভাকাংখী বন্ধুরা বলেন আর যখন অল্প কিছু রান বাকি থাকবে তখন যেন আমরা মেয়েরা টি এস সি থেকে বের হয়ে যাই।

তাদের এ অনুরোধ আমাদের প্রতি শুভাকাংখা ও ভালবাসারই প্রকাশ এবং অতিমাত্রায় বাস্তবসম্মত। কারণ একদল সমর্থক খেলা শেষের সুযোগে কিছু অপ্রীতিকর ব্যবহার করার চেষ্টা করেন আমাদের সাথে। আর অদ্ভূত ব্যাপার হল এই দল সংখ্যায় খুবই কম, তারপরও আমাদের সামলে চলতে হয় এদের ব্যাপারেই! টি এস সি তে বেশির ভাগ সমাগম হয় বিশ্ববিদ্যালয়ের প্রাণোচ্ছল ছাত্র ছাত্রীদের, তারা খুব মজা করে খেলা দেখতে আসেন ছেলে মেয়ে নির্বিশেষে সকল বন্ধুরা মিলে। ছেলে মেয়ে নির্বিশেষে সবার মনেই থাকে সমান উৎসাহ, তবুও নেক মেয়েকেই খেলার শেষটা দেখা থেকে বঞ্চিত হতে হয়। এটা দুঃখজনক নয়? ভাই আমরাও কিন্তু আপনাদের মতই হার্ডকোর সমর্থক।

বাংলাদেশের কেউ যখন আউট হয় আমাদের কলজেও ছিড়ে যায় আপনাদের মতই, যখন ৪-৬ মারে আমাদেরও আনন্দ বাঁধ মানতে চায়না। আমাদেরও বক্ষ দুরুদুরু খেলার শেষ মুহূর্তগুলোতে, বাংলাদেশের ক্রিকেট দলের পার্ফরমেন্সের সাথে সাথে আমরাও মরে যাই বা বেঁচে উঠি বারবার, খুশিতে, দুঃখে, আনন্দে, হতাশায়..... আমরাও দেখব খেলার শেষটা। অবশ্যই দেখব। এখন আপনারাও একসাথে দেখবেন নাকি আমাদের লজ্জা দিতে গিয়ে নিজেদেরই লজ্জা বাড়াবেন অপ্রীতিকর আচরণ করে আপনারাই ভাবুন। ওয়েস্ট ইন্ডিজের বিজয় কামনা করে আজকের মত শেষ করলাম জ্বলে ওঠো বাংলাদেশ....গর্জে ওঠো কারণ তোমাদের মাধ্যমেই আমরা বেঁচে উঠছি, মরে যাচ্ছি...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।