সত্যসন্ধানী
কবির ভাষায় 'অদ্ভুত উঠের পিঠে চলেছে স্বদেশ'। দেেশ এখন বিশ্বকাপ চলছে। বিড়াট্ আশা আমাদের। সংসদে বিরোধীদল যাচ্ছে। বিড়াট্ আশা আমাদের।
একশত দিন পর নাবিকরা মুক্তি পাচ্ছে । বিড়াট্ আশা আমাদের। পূরণ হয়েছে এবং হচ্ছে। কিন্তু শিক্ষালয়ে হত্যা দখল, প্রতিদিন দুর্ঘটনায় মূল্যবান প্রাণহানি, ন্যায্যমূল্যের চালের দোকানে ভোর হতে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও চাওল না পাওয়া, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া -এসব ভাবার দেখার আর যথাযথ ব্যবস্থা নেয়ার দায়িত্ব রাষ্ট্রের। ক্ষমতায় গিয়ে সকলেই একই রকম আচরণ করছে চল্লিশবছর ধরে।
অদ্ভুত উঠের পিঠে চলেছে স্বদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।