আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারী খাসজমি বন্দোবস্তের দাবী জানিয়ে আজ মঙ্গলবার সকাল ১১ টায় শহরের চৌমূহনা চত্তরে মানববন্ধন কর্মসূচীর আয়োজ করেছে ওমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অন্তর্ভূক্ত ভূমিহীন মহিলা সদস্যরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক স্মারকলিপি প্রদারন করেন তারা।
শ্রীমঙ্গল উপজেলার শহর ও শহরতলীর আশপাশ এলাকার নিরীহ ভূমিহীন মহিলাদের দারিদ্রতার নিষ্পেশনে যাদের আয়-রোজগারের পথ একমাত্র অন্যের বাড়িতে কাজ করা। এ সকল মহিলাদের পরিবারের সদস্যদের নেই মাথা গোঁজার কোন ঠাঁই। এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিশ্র“তি অনুযায়ি ভূমিহীনদের মধ্যে খাসজমি বরাদ্ধ দেওয়ার ঘোষণার নিমিত্তে ইতোমধ্যে প্রধানমন্ত্রী বরাবরে সরকারী খাসজমি বরাদ্ধের আবেদন করা হয়েছে। তবে একটি প্রভাবশালী ও কুচক্রি মহল উপজেলার বাস্তু-ভিটাহীন মহিলাদের ন্যায্য দাবীকে বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। এতে করে উপজেলার হত দরিদ্র ভূমিহীন মহিলারা খাসজমি বরাদ্ধ পেতে মারাত্মক বাধাগ্রস্থ হওয়ার আশঙ্খা প্রকাশ করছে।
এ ব্যাপারে ওমেন্স ওয়েলফেয়ারের অন্তর্ভূক্ত মহিলাদের মধ্যে সরকারী খাসজমির স্থায়ী বন্দোবস্ত দেয়া হলে যথারীতি সরকারের রাজস্ব পরিশোধের মাধ্যমে ভূমিহীন ও দারিদ্রতার নিষ্পেশন থেকে রক্ষা পেতে পারে এসকল পরিবারের সদস্যরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।