আমাদের কথা খুঁজে নিন

   

সমালোচকদের ফেদেরারের জবাব

পুরুষদের টেনিসের সফলতম খেলোয়াড় ফেদেরার এ বছর মাত্র একটি শিরোপা জিতেছেন। তা-ও সেটা উইম্বলডনের আগে এক প্রস্তুতি টুর্নামেন্টে।
ধারাবাহিক ব্যর্থতার কারণে অনেক টেনিস-সমালোচক তার অবসরের পক্ষে মত দিলেও ৩১ বছর বয়সী ফেদেরার তা মেনে নিতে নারাজ।
তিনি বলেন, “কোনো ধরণের সমালোচনাতেই আমার কোনো সমস্যা নেই। তবে আমি সবার কাছ থেকে সৎ সমালোচনা আশা করি।


“এ ধরণের পরিস্থিতি আমার জন্য প্রথম নয়। ২০০৯ ও ২০১০ সালেও আমার সম্পর্কে অনেকে বলেছিল ‘সে সব কিছু জিতেছে, এখন তার অবসর নেয়া উচিত। ’”
উইম্বলডনের ব্যর্থতার কারণে গত ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে নেমে গেছেন ফেদেরার।
তিনি অবশ্য র‌্যাঙ্কিং নিয়ে চিন্তিত নন। এ প্রসঙ্গে ৭ বারের উইম্বলডন চ্যাম্পিয়ন বলেন, “জীবনের একটা সময়ে র‌্যাঙ্কিংয়ের তেমন গুরুত্ব থাকে না।

সত্যি বলছি, আমি জানি না এখন আমার র‌্যাঙ্কিং কত নম্বর। চতুর্থ? পঞ্চম? তৃতীয়? এটা আমার কাছে কোনো ব্যাপার নয়। ” 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.