আমাদের কথা খুঁজে নিন

   

যেসব সমালোচকদের আমি ঘৃণা করি!

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

কবি জীবনানন্দ দাশ কাব্য সমালোচকদের প্রতি ভয়ানক বিরক্ত ছিলেন, ঠিক জানি না কেন তার এই ঘৃণা। সদ্য বইমেলা শেষ হলো। প্রতিবছরের মতো এবার আমি বেশ কিছু বই কিনব এবং ভাল লাগা বইগুলো নিয়ে কিছু কথাও বলব। তবে হ্যাঁ, সেই সাহিত্য সমালোচকদের প্রতি আমারও ঘৃণা আছে, যারা আলোচনা করতে গিয়ে রাজ্যের কথা আওড়ান অথচ যে বইটা নিয়ে আলোচনা করতে বসেছেন সেই বই সম্পর্কে প্রায় কিছুই বলেন না।

এটা আমার কাছে এক ধরনের ফাঁকিবাজি বলে মনে হয়! আমি এমন আলোচনাও দেখে ছি, যেখানে লেখক আর গ্রন্তের নাম পালটে দিলে কোন বই সম্পর্কে বলছে এটা বুঝার কোন উপায় থাকে না। কিংবা এমনও হতে পারে যে, শুধু গ্রন্ত আর লেখকের নাম পালটিয়ে এই এক আলোচনাকে পৃথিবীর তাবৎ গ্রন্ত আলোচনা বলে চালিয়ে দেওয়া যায়। পৃথিবীর সব মানুষ সমানভাবে তার অভিব্যপ্তি প্রকাশ করতে পারে না। তাই কোন পাঠক যদি একটা গ্রন্থ পাঠ করে বলেন: খুব ভাল বই কিংবা আমার বালের বই। ’ এটাও আমার কাছে সেইসব ফাঁকিবাজি সমালোচক থেকে অনেক মহৎ উক্তি বলে মনে হয়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.