বাংলাদেশে, আমেরিকায় মনে হয় এসব নাই। আমার দুই বন্ধু, একজন রুশ, আরেকজন ফিনিশ। তাদের নাম উল্লেখ করব না। দু'জনেই বাংলাদেশকে ভালোবাসে। দেশে দু'জনেই গেছেন ভিন্ন সময়ে।
রুশ গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে। আর ফিনিশ গেছে নিজে নিজে।
!!! এটা ১০০% সত্য ঘটনা। !!!
দুজনকে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করা হলো।
রুশ বলল যে, বাংগালীরা খুব্ই মিশুক, সাহিত্য ভালোবাসে।
উচু দরের মেনটালিটেট। তার অবস্হান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোষ্টেল। তার বাংলা ভাষা চমৎকার, পরিপূর্ণ শুদ্ধ ভাষা।
আর ফিন বলল শুধু একটাই কথা। বাংলাদেশের মেয়েরা খুবই সস্তা।
(!) আর তার বাংলা ভাষা গ্রাম্য। সে বাস করত ঢাকার ফকিরাপুলের এক বোর্ডিং হোটেলে। সেখানেই তার বাংলা শেখা। এটাই তার বাংলাদেশ! আসলেই কি তাই?
আমার এই লেখার উদ্দেশ্য কাউকে অপমান করা নয়, বরন্চ সবাইকে বলা যে, সব দেশেই ভালো মন্দ আছে। আর যে যেখানে, যার সাথে বাস করে, তার ধারণা ওই দেশ সম্পর্কে তেমনই হয়।
রাশিয়ার কথা না যেনে বাংলাদেশে অনেকেই অনেক রকম মন্তব্য করেন, যা কি অবাস্তব ও কল্পনীয়।
অনেকেই হয়ত জানেন না, বাংলাদেশের স্বাধীনতার পর চট্রগ্রাম পোর্টের মাইন কারা বিনে পয়সায় পরিস্কার করে দিল? আমেরিকা? ফ্রাস্স? অষ্ট্রেলিয়া? আজ, ২০০৯ সালের বাংলাদেশ সরকার কি পারবে সাগরের মাইন পরিস্কার করতে? মাইন পরিস্কার না করলে সাহায্যের জাহাজ দেশে ভিড়তো না, আর যারা লেখেন রাশিয়া খারাপ, তাদের জন্ম হতো না।
অনেকেই রাশিয়াতে এসে লেখাপড়া করেন না, নাইট ক্লাবে, ডিসকোতে পড়ে থেকে, দেশে গিয়ে অনেক কথা বলেন। রাশিয়ার বিঙান যদি এতই খারাপ, তো মহাকাশে গবেষনা করত আমাদের এই গ্যানী গুনী ব্লগারেরা, যারা অনেক কিছুই রচনা করেন।
দয়া করে ভেবে দেখুন, বাংলাদেশের সব বড় বড় বিখ্যাত লোকেরা বেশইরভাগ বিদেশে কোথায় লেখাপড়া, গবেষনা করেছেন?
রাশিয়া সর্ম্পকিত আমার ব্লগ:
Click This Link
Click This Link
Click This Link
ধন্যবাদ পড়ার জন্য ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।