আমাদের কথা খুঁজে নিন

   

রাজপুত্রের মৃগয়া

--------- (শাফিক আফতাব) -------------- এক রাজপুত্র মৃগয়ায় গিয়ে এক রাজকন্যার দেখা পায় ; দেখেই রাজা দুসমন্তের মতো শকুন্তলাকে দেখে মুগ্ধ হয়, তাকে পাবার জন্য মরিয়া হয়েওঠে রাজপুত্র, রাজপুত্র রাজকন্যার পিতার সন্ধান করেন : জাঁহাপনা, আপনার সুন্দরী বিদুষী কন্যাটি আমার পছন্দ। আমি গেন্দু রাজার নাতি। আপনি সসম্মানে রাজকন্যার বিয়ের আয়োজন করুণ। রাজা তো ক্ষেপে সাড়া, ছোঁকরার একি সাহস, রাজদরবারে এসেছে রাজকন্যাকে বিয়ে করতে, তাকে উত্তমমধ্যম দিয়ে বিদায় দেয়া হয়। তারপর রাজপুত্র বনবাসে দীর্ঘদিন কাটায়, তপস্যা করতে থাকে দীর্ঘযুগ পরে রাজকন্যা বার্তা পাঠায়, পিতা রাজী হয়েছেন তাঁর কন্যাকে সঁপে দিতে মহাসমারোহে রাজকন্যার বিয়ের আয়োজন হচ্ছে, রাজপুত্র কয়েকশত গরুর গাড়ী নিয়ে রাজকন্যাকে বিয়ে করতে এলেন, সেই রাতে ঝড়ের লণ্ডভণ্ড হলো বিয়ের বিশাল দরবার হল, লণ্ডভণ্ড হলো বিয়ের আয়োজন, প্রকৃতি সব বিপর্যস্ত করে দিলো। রাজপুত্রের সম্রাট আকবরমার্কা জুতো জোড়াও ভেসে গেলে বন্যার স্রোতে। সেই থেকে রাজপুত্র চিরকুমার, তাঁর রাজ্যে কোনো যুবকযুবতীর বিয়ে হয়না রাজা বিয়ে দেওয়ার রেওয়াজ বন্ধ করেছেন কেনো বিয়ের উৎসব দেখলে উত্তেজিত হন, জ্ঞান হারিয়ে ফেলেন। ০৪.০৩.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.