জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"
"...................
আর বিরহের কথা এলে মনের জ্বালা ভুলে
আজও মাঝে মাঝে গাই মান্না দে'র গান
পুরানো দিনের গান আজও ভরে মনপ্রান
যতই শুনি যে গান বিজাতীয় মডার্ন"
-------নচিকেতা
বাংলা গানের এক জীবিত কিংবদন্তী প্রবোধ চন্দ্র দে। ডাক নাম মান্না দে; যিনি ছয় দশকেরও বেশী সময় সময় ধরে গানের ভূবনে বিচরন করছেন। হিন্দী গান দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বাংলা গানে পদার্পন হয় আরও পরে। ১৯৫২ সালে গৌরিপ্রসন্ন মজুমদারের লেখায় ও বসন্ত দেশাইয়ের সুরে "অমর ভূপালি" ছবিতে "ঘনশ্যাম সুন্দর শ্রীধর অরুন, "কোথা মুকুন্দ কেহ না কহিল" "মরি মরি ওরে মনমোহন "গান ক'টি রেকর্ড করেন। এর পরের বৎসর মানে ১৯৫৩ সালে গৌরিপ্রসন্ন মজুমদারে লেখায় এবং নিজের সুরে রেকর্ড করেন " কতদূরে আজ নিয়ে যাবে বল" এবং "হায় হায় গো রাত যায় গো" গান দুটি।
অসম্ভব জনপ্রিয়তা পায় গান দু'টি। আর এই দুটি গানই ছিল তাঁর বাংলা গানে ক্যারিয়ার গড়ার টার্নিং পয়েন্ট। বাকীটুকু তো ইতিহাস। এই পরিণত বয়সেও স্বমহিমায় অবিরাম গেয়ে চলেছেন একের পর এক গান। বর্ষীয়ান এই শিল্পীর শ্রোতাপ্রিয় গানের তালিকা এত দীর্ঘ যে
গান শুনতে গেলে কোনটা বাদ দিয়ে কোনটা শুনব এরকম একটা পরিস্হিতির তৈরী হয়।
যাইহোক,মহান এই শিল্পীর কিছু চমৎকার গান ব্লগের সবার সাথে শেয়ার করার ইচ্ছে নিয়ে আজকের এই পোস্ট। অতিচর্বিত এই গানগুলোর বেশীরভাগই সবার শোনা। তাই এসব গান দিয়ে পোস্ট দেয়াও অর্থহীন। তারপরেও দিয়ে দিলাম, যদি কারও দরকার পড়ে যায়।
আজ আবার সেই পথে দেখা
এই ক্ষণটুকু কেন এত ভাল লাগে
এ জীবনে যত ব্যথা পেয়েছি
আমায় আকাশ বললো
না না যেওনা ও শেষ পাতা গো
যে ক'দিন আকাশজুড়ে
কাল কিছুতেই ঘুম এলোনা
মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়
সোনার এ দিনগুলি
যে ভালবাসায় ভোলায় মোরে
আমি আজ আকাশের মত একেলা
এই জীবনের বেশীটাই দুঃখ
এতভালবেসে তবু মিটলোনা সাধ
সোনাতে কলংক ধরেনা
সোনালী রং মেখে পাখীরা যায় নীড়ে
যদি প্রশ্ন করি
এই সেই ঘর,সেই দরজা
শুধু তোমার ভালবাসা পেয়ে
যে সমাধি বেদীটার ঠিক ওপরে
আজ শরতের কাশের বনে
এই আছি বেশ
অনেক কথা বলেও তবু
মনে পড়ে সেই দিনটি
যদি এখনো আমাকে শুধু ভাল লাগে
দুঃখ আমাকে দুঃখী করেনি
তুমি চিঠি লিখে ভুলে গেলে
তুমি চলতে ফিরতে গুনগুন
শুনতে শুনতে অনেক মিথ্যে
ভাব করে কি সুখ পাওয়া যায়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।