আমাদের কথা খুঁজে নিন

   

নতুন দিনের পুরনো কথা



জি বংলায় ছোটদের প্রেগ্রামগুলো দেখেন না এমন পরিবার বাংলাদেশ ইদানিং খুব কমই পাওয়া যাবে। জি বাংলার কাছে বাংলাদেশের সব টিভিচ্যানেলগুলো ফেল। ড্যান্স বাংলা ড্যান্স জুনিয়রের মত প্রোগ্রাম করার মাল ম্যাটেরিয়াল আমাদেরও আছে এবং ছিলও। ছিল কেন বললাম বুঝতে পারছেন নিশ্চয়ই? আশির দশক থেকে বাংলাদেশে একটি জনপ্রিয় প্রতিয়যাগীতা হতো, কোনো এক ভৌতিক কারনে যেটা বন্ধ হয়ে যায়। ‍"নতুন কুড়ি"র কথা মনে নেই? বিটিভির এই প্রাচীণ প্রোগ্রামটির ধারেকাছের কোনো প্রগামও যদি বর্তমান "আধুনিক" প্রাইভেট স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো করতে পারতো তাহলে স্বান্তনা পেতাম। চ্যানেল আই ক্ষুদে গানরাজ শুরু করে জনপ্রিয়তা পেয়েছিল, এক বছরের বেশি সময় হয়ে গেল আর কোনো খবর নেই। শুক্রবার শিশু একাডেমীর গেটের পাশে দাঁড়ালে খুব স্বস্তি লাগে আবার দুঃখও হয়। এতএত বাচ্চারা কতকিছু শিখছে....কিন্তু শিখে করছেটা কি? যাচ্ছে কোথায়? ঘরে বসে আব্বু আম্মুকে ছড়া শোনানো আর নাচ দেখানো পর্যন্তই? বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর প্রতি আহবান- সৃষ্টিশীল কিছু উদ্যোগ নিন, ভালো কিছু করুন। আমাদের বাচ্চারা বিকশিত হওয়ার জন্য মুখিয়ে আছে। কতকাল আর প্রতিবেশির সুন্দর ঘর দেখে খুশিতে ডগমগ হবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.