,,,,,, শাফিক আফতাব ,,,,,,,,,,,,,,,,,,,,, তুমি যেদিন, এই মিয়াবাড়িতে অনুপ্রবেশের অনুমতি পেলে, সেদিন থেকে, আমাদের শান্তি হারাম হয়ে গেলো ; সঙ্গমপরবর্তী খলবল গোসল, আর ভেজা কাপড়ের পতপত শব্দে ভোরের ঘুমগুলো ভেঙে যেতো আমাদের। তোমার লাজ লজ্জা বলে কিছু ছিলো না ; তুমি পতির লুঙ্গির খুঁটি সর্বদা ধরে রাখতে, আর ফিজিকেল টিচারের মতোন লেফ রাইট করাতে। নপুংশক কাপুরুষ তোমার তর্জনী আদেশের কাছে পাচাটা কুত্তা হতো। তুমি ফ্রিসেক্সের দেশের ডাইনীদের মতো হরহামেশা দিনদুপুরেই মাদীকুকুরের মতো লেজ শুকতে। সেকেলের দাদিমা কিছু বলতে গেলেই তুমি নেউলে কুকুরের মতো খেকিয়ে উঠতে, পরিবারের বড়কর্তা ক্যান্সারে আক্রান্ত হলে তুমি একটি টাকাও খরচ করতে দাওনি তাঁর পুত্রকে। অথচ প্রভূত অর্থ তুমি পাচার করেছিলে বাবার বাড়ি। তোমার স্তন ঝুলছে এখন, জরায়ূর মুখে নাকি টিউমার ; তবু তোমার ডাঁট কমেনা । কোন আল্লাহর তৈরি তুমি, তোমার কি এতটুকু অনুশোচনা হয়না শাহজাদি। তুমি এই অঢেল অর্থসম্পত্তি কি কবরে নিয়ে যাবে, মানুষের মানবতা বলে কিছু আছে ; এটা কি এতটুকু বুঝতে পারো না তুমি। ০৪.০৩.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।