যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
আমার অন্য একটা ঘরে ঘুমাতে আরাম হয়
অন্য কারো বিছানায় পাশ ফিরে চোখ খুলতে ভালো লাগে
অন্য কোন মুখের নি:শ্বাসে
মুখোমুখি হতে
নতুন কোন চাদরে গড়াগড়ি করতে
সুখ হয়,
সুখ!
নতুনত্বের সুখ
একেবারে ভিন্ন কিছু করছি বলে আনন্দ হয়
আমার বিশ্রাম হয়
দৈনিক মুখগুলো একই রকম ভালো লাগে
তবে সবসময় নয়
তবে দৈনিক আয়নার মতই
আপন আপন লাগে
আমি দাড়ি কাটছি
ঘষেঘষে টেনেটেনে
তুমি বসবে!
বসনা প্লিজ
ক্লান্ত দেখাচ্ছে তোমাকে
আমার দৈনিক সাবানশ্যাম্পুকমোডের পাশে বসনা প্লিজ,
আমার বসার জো নেই
দাঁড়িয়ে থাকতে হয়
আমার পিঠ, দেয়ালে দেয়াল
আমার অন্য দেয়ালে হেলান দিতে ইচ্ছে হয়
তুমি বসনা প্লিজ
আমাদের সন্তানকে কোলে করে তুমি চুপটি করে বসো
নতুন করে বসো
আমি তোমাদের সুঘ্রাণ নেই
যেমন করে আমাদের বাবামা’রা
আমাদের সুঘ্রাণ নিতেন
আমি তোমাদের কাছ থেকে নতুন .....
কিছু সুঘ্রাণ......
আশা করতেই পারি......
একটি নিপাট পারিবারিক গল্পে কিছু নতুন সুঘ্রাণ আশাকরা
নিশ্চয়ই বেশি কিছু নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।