আমাদের কথা খুঁজে নিন

   

স্বস্তির ৫৮

প্রতিটা মানুষেরই জীবনের কোনো না কোনো সময়ে একবারের জন্য হলেও পাখি হওয়ার ইচ্ছে জাগে। ‘পাখি যদি হতাম আমি, ঘুরতাম সারা বিশ্ব রে!’ -ছড়াকাররা এমন করে পাখি হওয়ার বাসনা প্রকাশ করেছেন। সে বাসনা ছড়িয়ে গেছে আমাদের প্রাণেও। পাখি হয়ে সারা বিশ্ব ঘুরে দেখার বাসনা থেকেই

মাহমুদউল্লাহ গত দুই ম্যাচে দলে ছিলেন না। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে দলে ফিরেই ব্যাটে-বলে দারুণ পারফর্ম করলেন।

বল হাতে ১ উইকেট ও ব্যাটিংয়ে নেমে শফিউলকে সঙ্গে নিয়ে খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন। পরম নির্ভরতা দিলেন দলকে। ৪২ বল খেলে করলেন ২১ রান। বোলিংয়ে মোটামুটি ভালো করে ব্যাট হাতেও শঙ্কাগ্রস্ত অবস্থা থেকে জয়ে বড় অবদান রাখলেন শফিউল। ২৪ বলে ২৪ রান করে মাহমুদউল্লাহর সঙ্গে গড়লেন দারুন এক জুটি।

অষ্টম উইকেট জুটিতে ৫৮ রান যোগ করে অবিস্মরণীয় এক জয়ের কা-ারি হলেন মাহমুদউল্লাহ-শফিউল। মাহমুদউল্লাহ-শফিউলের জুটিটি ছিল ৫৮ রানের। সেই ‘৫৮’ রান। যা দুঃস্বপ্ন হয়ে তাড়া করছিল গোটা বাংলাদেশ দলকে। ৫৮ সংখ্যাটি আবার আলোচনার বিষয়ে পরিণত হল।

এবার অবশ্য হতাশা নয়, দুঃখবোধ নয়। ৫৮ সংখ্যাটি হাজির হয়েছে অনাবিল আনন্দের উপলক্ষ্য হয়ে। এই আনন্দের ক্ষেত্র তৈরি করে মাহমুদউল্লাহ ও শফিউলই গতকাল চট্টগ্রামের দুই হিরো। অভিনন্দন-মাহমুদউল্লাহ-শফিউল!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।