২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগের সপ্তম স্থানে আছে ম্যান ইউ।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধে গোলের দেখা না পেয়ে সমর্থকদের আরো একবার দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল ম্যান ইউ। তবে ৪৭ ও ৫৯ মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড লুইস আন্তনিও ভ্যালেন্সিয়া ও ইংল্যান্ডের ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেকের লক্ষ্যভেদ দুশ্চিন্তা দূর করে দেয় ইপিএলের সফলতম দলটির।
১ জানুয়ারি ইপিএলে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে বাজেভাবে ২০১৪ সাল শুরু করার পর গত রোববার সোয়ানসি সিটির কাছেই হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল ম্যান ইউ। গত মঙ্গলবার লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে সান্ডারল্যান্ডের কাছেও হেরে যায় তারা।
২০০১ সালের পর আর কখনো টানা তিন ম্যাচ হারেনি ম্যান ইউ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।