আমাদের কথা খুঁজে নিন

   

স্বস্তির কাছে

আপন আড়ালে হারিয়ে গেছি

আমার আমি'র সব রেখেছিস তোর দুহাতে তোকে নিয়েই সারা সময় আমার আমি'র ব্যস্ত থাকা কোন্ কথাটি রাখিস তবে? কোন্ কথাটি শুনিস আমার? কেন আমায় জ্বালাস এতো? কেন এতো অবাধ্য তুই মাছরাঙাটি? বল্ না সোনা একটি দণ্ড স্বস্তি আমায় দিবি কবে? মরলে বড্ড যাই রে বেঁচে। এবার তবে বিষ এনে দে। কিংবা দেখি চোখের 'পরে তুই খেয়ে মর। একটুখানি নিজের কাছে আসি ফিরে- নিজের কাছে নিই অবসর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।