আমাদের কথা খুঁজে নিন

   

শফিউল ও কিছু কথা

এভারগ্রীন নাহিদ

তামিম আউট হয়ার পর থেকে মন এ হচ্ছিলো আজ অ বুঝি হারতে হবে আমাদের। এতো ভাল একটা সূচনা এর পর যদি হারতে হতো দুঃখ ই হতো। জাতি কে চরম লজ্জার হাত থেকে বাচালো লোয়ার অডার রা। তামিম আউট হয়ার পর এর মুহুরত্ত গুলো ছিলো অসজ্জকর। জুনায়েদ কে কেন যে খেলাচ্ছে বুজতে পারি না।

নাঈম কে কি বোলার হিসেবে খেলাচ্ছে? প্রথম থেকে ২-৩ টা উইকেট যাওয়ার পর বাংলাদেশ এর ব্যাটিং দেখলে খুব কস্ট হয়। শাহরিয়ার নাফিজ কে কোন যুক্তিতে বসিয়ে রাখছে কে জানে। কাপালি যদি দলে থাকতো মিডল অডার টা আর এক টু ভালো হতো। রকিবুল কে দলে কেন রাখছে এখন ও বুঝলাম না। পাইলট এর পর ওর জায়গায় ওর যোগ্য উত্তরসরী এখন ও আসে নাই।

মুসফিক ওতোটা ভালো কিপিং ও করে না / ভালো ব্যাটম্যানস ও না। ওর বিকল্প খুজতে হবে খুব তাড়াতাড়ি ই। নাইম কে কখন ও ধারাবাহিক হতে দেখলাম না। যাই হোক জয়ের বন্দরে অবশেসে পোছালাম। একটা সস্তির নিশ্বাস ফেললাম।

ব্যাটম্যানদের বাজে খেলার প্রতিবাদ সরূপ বিজয় মিছিল এ যাই নাই। খুব বিরক্ত আজ আমি আমাদের ব্যাটম্যানস দের ওপর চরম বিরক্ত। তামিম যে ভাবে শুরু করছিল আমরা অনেক সহজে ই জয় এর বন্দরে যেতে পারতাম। ব্যাটিং গভিরতা ভাড়াতে হবে। সাকিব যে সময় টা তে আউট হলো তার উচিত ছিলো আর একটু ধরে খেলা।

শফিউল আজ জাতীয় হিরো তে পরিনত । বোলার হয়ে ও যে ব্যাটিং করলো ব্যাটম্যানস দের কে ওর কাছ থেকে ব্যাটিং শিখতে হবে। খুব দুঃখ হয় আমার ব্যাটম্যানস দের জন্য। ব্যাটম্যানস রা আমাদের কে আর কতো কস্ট দিবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.