বাংলাদেশের একাদশে পরিবর্তন আনতে হচ্ছে এনিয়ে কোন সন্দেহ নেই। অন্তত পেস বোলিংয়ে পরিবর্তন অবধারিত। শফিউল ইসলাম চোট পাওয়ায় কপাল খুলে গেছে নাজমুল হোসেনের। যদিও বাংলাদেশ অধিনায়ক বিষয়টি চেপে রাখার চেষ্টা করছেন। “শফিউলকে আজ শুক্রবার সকাল অবধি দেখার কথা।
” কিন্তু বাস্তবতা অন্যরকম শফিউল খেলার মতো অবস্থায় নেই। বিশেষ করে কাঁধে চোট পাওয়ায় বোলিং করা খুবই কঠিন। বৃহস্পতিবার তাকে অনুশীলনেও দেখা যায়নি। ফিজিও মাইকেল হেনরি পরিচর্যা করেছেন। যদিও শফিউলের X-ray করার প্রয়োজন মনে করছেন না ফিজিও।
বরং ব্যথানাশক ঔষুধ দিয়েছেন। তবে শেষপর্যন্ত খেলার মতো শারীরিক অবস্থা ফিরে পাওয়া সম্ভব কি না খোদ হেনরিও বলতে পারছেন না। “শফিউলকে চোটমুক্ত করতে নীবিড় পরিচর্যা করা হচ্ছে। নিশ্চিত করে বলতে পারবো না সে খেলতে পারবে। অনেক সময় এক রাতের ঘুমে সব ঠিক হয়ে যায়।
এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। ”বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শৈল্যবিদ দেবাশিস চৌধুরী অবশ্য মাইকেল হেনরির সুরে কথা বলেছেন,“এখনই নেতিবাচক কিছু বলবো না। আমরা পরিচর্যা করছি। ভালো হতেও পারে। ”বুধবার ফিল্ডিংয়ের সময় ঝাপিয়ে ক্যাচ নিতে গিয়ে মাটিতে পড়ে ডান হাতের কাঁধে আঘাত পান শফিউল।
প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থবোধ করেন।
বৃহস্পতিবার সকালে বিমর্ষ দেখাচ্ছিলো শফিউলকে। রাতে নাকি ঘুম হয়নি কাঁধের ব্যাথায়। এখন কি হবে?
কী আর হবে খেলতে পারবেন না শফিউল। তিনি যে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছেন না ম্যানেজার তানজিব আহমেদ সাদ এর কথায় তা স্পষ্ট,“শফিউলের ভাগ্যটা খারাপ, খেলতে পারবে না।
ওর জায়গায় নাজমুল খেলবে। ”শফিউল ছাড়াও একাদশে পরিবর্তন আনা হবে। মোহাম্মদ আশরাফুলকে সুযোগ দেওয়া হবে শুক্রবারের ম্যাচে। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় খেলবে সাবেক অধিনায়ক। ব্যাট করবেন সাত নম্বরে।
দুটি কারণে আশরাফুলকে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত: ব্যাটিং পাওয়ার প্লেতে রান তোলা এবং অফ স্পিন দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ফাঁদে ফেলা। অফ এবং লেগ দুই ভাবে বল করতে পারেন আশরাফুল। আয়ারল্যান্ডের খেলোয়াড় এবং কর্মকর্তারাও তার বোলিং সম্পর্কে খুব একটা ধারণা পাননি। সে সুবিধাটা পাচ্ছে বাংলাদশ।
এক পেসার নিয়ে খেলার যে চিন্তাভাবনা করা হচ্ছিলো শেষপর্যন্ত সেখান থেকে সরে এসেছে টিম ম্যানেজমেন্ট। দুই পেসার রুবেল হোসেন এবং নাজমুল হোসেন খেলবেন। আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, নাঈম ইসলাম এবং আশরাফুল স্পিন করবেন। অর্থাৎ ছয় বোলার ঘুরে ফিরে ৫০ ওভার বল করবেন।
ইমরুল কায়েসও চোট পেয়েছিলেন।
বাঁহাতের কুনুই’র নিচে বল আঘাত করে। এখনো ফুলে আছে খানিকটা। কিন্তু বরফ দেওয়ায় ব্যথা কমে গেছে। বৃহস্পতিবার নেটে ব্যাটিংও করেছেন। সেক্ষেত্রে শাহরিয়ার নাফিসকে অপেক্ষায় থাকতে হলে টপ অর্ডারে অন্যের দুঃভাগ্যের ওপর।
আজ আয়ারল্যান্ডের বিপক্ষে যারা মাঠে নামবেন: তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, নাজমুল হোসেন ও রুবেল হোসেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।