আমাদের কথা খুঁজে নিন

   

ম্যান অফ দ্যা ম্যাচ শফিউল এর হওয়া উচিত ছিল।

জাগো বাংলাদেশ...... জাগো

তামিম আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়। ও ভালো খেললে , ম্যান অফ দ্যা ম্যাচ হইলে আমার এত্ত খুশি লাগে যা বলে বোঝানো সম্ভব না। কিন্তু আজকে এমন মনে হইলো না। আমার মতে শফিউল কেই ম্যান অফ দ্যা ম্যাচ দেওয়া উচিত ছিলো। কেননা এই লো স্কোরিং ম্যাচে ৪ টা উইকেট এবং তাও একেবারে সঠিক সময়ে নেওয়া হইসিলো বলেই জিতেছে বাংলাদেশ।

তামিম এর ক্যাচটি দারুন ছিলো। তামিম এর ৪৪ রান এর জন্য কিন্তু বাংলাদেশ ২০০ পার হয়নি। বাংলাদেশ এর ২০০ পার করাতে সাহায্য করেছে রকিবুল-মুশফিক-নাইম। লো স্কোরিং ম্যাচে প্রত্যেক টা উইকেট মূল্য অনেক। প্রত্যেক্টা ক্যাচের মূল্য অনেক।

ওই ক্যাচ এর পরেও আইরিশ রা খুব সুন্দর স্মুথলি খেলতেসিলো। রাইট টাইম এ ৪ টা উইকেটই বাংলাদেশকে জিতিয়েছে। যাই হোক বেচারা শফিউল এর জন্য খুব খারাপ লাগছে। বেচারা মনে করসিলো যে ওই মনে হয় ম্যান অফ দ্যা ম্যাচ। যাই হোক আজকের ম্যাচে আমার ম্যান অফ দ্যা ম্যাচ শফিউল ইসলাম সুহাস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.