আমাদের কথা খুঁজে নিন

   

যক্ষ্মা এড়াতে ভিটামিন ‌'এ'

ভিটামিন 'এ'-তে যে পুষ্টিগত উপাদান রয়েছে তা শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সক্ষম। বিভিন্ন সংক্রমণের মতো এটি টিউবারকুউলোসিস বা টিবি রোগ প্রতিরোধেও সক্ষম।

লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল পরীক্ষা করে দেখেছেন, ভিটামিন 'এ' তে উপস্থিত পুষ্টিগত উপাদান এবং কিছু নির্দিষ্ট জিন রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সাহায্য করে এবং যক্ষ্মা আক্রান্ত কোষগুলোতে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়।

গবেষকরা বলছেন, কোলেস্টেরল টিবি ব্যাকটেরিয়ার দ্বারা পুষ্টি অন্যান্য প্রয়োজনে ব্যবহৃত হয়।

এই গবেষণায় প্রধান ফিলিপ লিউ জানিয়েছেন, যে কোষে যক্ষ্মা রয়েছে সেখানে যদি কোলেস্টেরলের মাত্রা কম করা যায় তবে এই রোগ প্রতিরোধে রোগপ্রতিরোধক ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায়।

ভিটামিন 'এ' মূলত শরীরে নিষ্ক্রিয় রূপে প্রবাহিত হয় যার নাম রেটিনল। শরীরের সমস্ত পুষ্টির সক্রিয় রূপ রেটিনল অ্যাসিডে পরিণত হয় এবং এই অ্যাসিডই রোগপ্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে। সম্প্রতি ইমিউনোলজির একটি জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।