আমাদের কথা খুঁজে নিন

   

আমি নির্লজ্জ

ব্লগে আসার বা থাকার কোন কারন খুজে পাই না,তবু পুরনো টানে বার বার আসি সামুতে

লজ্জা করে না প্রতিদিন পত্রিকায় ধর্ষণের খবর দেখে। এসিডে ঝলসানো বীভৎস মুখ দেখে কোন ভাবান্তর হয় না। একাত্তরের ঘাতকেরা বলে দেশে কোন যুদ্ধাপরাধী নেই। বলেছে তো কি হয়েছে?তাতে আমার কি? এক জড় কচ্ছপের উপরে বিদেশী সংস্কৃতির গাঁ বাঁচানো খোলস আর ভিতরটা ফাঁপা। ছাত্রের সাদা শার্ট তাজা লাল রক্তে ভিজে যায় প্রজাতন্ত্রের জ্যান্ত বুলেটের আঘাতে।

আমার লজ্জা করে না। সারা দেহে গণ্ডারের চামড়া জড়ানো। ক্ষুধার্ত পতিতার লেপটে যাওয়া লাল লিপস্টিক দেখে। পুঁজিবাদের জাঁতাকলে খেটে খাওয়া মানুষের বুকের হাড় গুড়ো হতে দেখি। ভাবি ওটা কিছু না।

পাবলিকের সমস্যা। আমার কি? যখন অনাহার ক্লিষ্ট শিশুদের রাস্তায় পড়ে থাকতে দেখি। ভাবি আজ চাইনিজের আইটেমটা ভাল হয়নি। কাল আবার যেতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।