বিশ্বজিৎ এর মৃত্যু আমাকে বিন্দুমাত্র লজ্জা দেয়না যেমনি দেয়নি গার্মেন্টস এর ১১১ লাশের পোড়া গন্ধ অথবা ফ্লাইওভার গার্টারের নিচে চাপা পরা আর্তনাদ নিমতলীর মৃত্যু যন্ত্রনা অথবা ট্রাকের খাচায় আটকে থাকা ৪১ নিস্পাপ প্রান আমাকে বিন্দু মাত্র লজ্জা দেয়না। ষাটউর্ধো ভিক্ষুকের ক্ষুধার্ত চোখের দিকে আমি অপলক চেয়ে থাকতে পারি, অথবা কোনো মুক্তিযোদ্ধার চালানো রিকশায় আমি পায়ের উপর পা দিয়ে চড়ে বসতে পারি... আমার বিন্দুমাত্র লজ্জা হয়না... আশ্চর্য - আমার লজ্জা হবে কেন? ছোটবেলা থেকে জানতে জানতে বড় হয়েছি- "লজ্জা নারীর ভূষন" যার মানে পুরূষ মানেই নির্লজ্জ !! আমি লজ্জা পাবো কেন? লজ্জা পেয়ে নিজের পুরুষত্বকে হুমকির মুখে ফেলবো নাকি? আমিতো পুরুষ - কালভেদে মহাপুরুষ তাই আমি লজ্জা পাইনা, আমার আসলে লজ্জা নেই আমি নির্লজ্জ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।