আমাদের কথা খুঁজে নিন

   

নির্লজ্জ



বাহুতে আছে জোড়, হাতে আছে শক্তি, হৃদয়ে আছে প্রেম, শরিরীরে আছে রক্ত, যৌবনে আছে জোঁয়ার, তাইতো করো, তুমি দেহদান, তোমার অঙ্গে এত রস, করে সবাই যশ, তাতেই আবার মেতে উঠো, গর্জ্বে উঠো সর্বাগ্গে, তুমিই চিৎকার করো, বিশ্বাস নেই তোমার, যেখানে বিশ্বাস নেই, সেখানে ভালো বাসা নেই। তোমকে বিশ্বাস করা যায়, এই নিয়ে, যে বিছানায় সব প্রমাণ থাকা স্বত্বেও, যে গুলো ছিল ওগুলো সবই মিথ্যে কি? হায়রে তোমার পচা প্রেম, হায়রে তোমার দু ধার ভালোবাসা, তোমার ঐ দু রানের মাঝে এতই কি প্রেম যে, যা তুমি দুজনকে দিতে? দিয়েছো তো দিয়েছো সেখানে আবার তোমারই খবরদারী-গলাবাজী, তুমি এতই নির্লজ্জ, শরমিলি তুমি এতই বে-ঈমান, এতই ছিল তোমার যোন ক্ষুধা, না কি টাকার চাহিদা। তা আমার কালকে তুমি যা পেরেছিলে, আজকে কি পারবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।