আমাদের কথা খুঁজে নিন

   

নির্লজ্জ পদাবলী-৩: নির্লজ্জ প্রহর

সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।

অনাঘ্রাতা নারীর সুদীর্ঘ চুম্বনে সিক্ত ছিলাম, যখন হলদে হয়েছিল প্রান্তরের ঘাস; উদভ্রান্ত হয়েছিল ভোরের বাতাস। অষ্ট প্রহর যাপিত বেদনার নীল ক্ষত- অমোঘ নিয়তি, সুকঠিন বাহুবন্ধনে বেঁধেছিল আমায়। মরচে ধরা ম্লান আলোর নিমন্ত্রনে নিকষ আঁধার এগিয়ে আসে অনির্বান শিখার মতো, আমি তবু নিমগ্ন তার নরোম অধরে। চাঁদ ডুবে গেলে, তারাদের ব্যর্থ আলোয় হামাগুড়ি দেয় ভোরের শিশু; শৈশব-কৈশোরের বেড়াজাল ছিন্ন করবার অক্ষম প্রচেষ্টায়, (সে চায়), যৌবন এসে যাক, রাঙিয়ে দিক আপন অস্তিত্বের রঙে।

এসব কিছুই আমি দেখতে পাইনি! তখনো তার ওষ্ঠ যুগল আমার নির্লজ্জ চারনভুমি। /*ভালোবাসার মানে কী? আমি আজো বুঝতে পারি না। কাব্যলক্ষীর দুয়ারে কতবার হানা দিয়েছি। কেউ বলতে পারেনি। চির অজানার দেশে চলে যাবার আগে, একটিবার, কেবল একটিবারের জন্য যদি জেনে যেতে পারতাম!*/ আমার কবিতার জগৎ-> হৃদয় চেয়োনা, নারী ।

কতটা এগুলে মানুষ ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।