আমাদের কথা খুঁজে নিন

   

নির্লজ্জ বেদনা

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

আজি বসন্তের দিনে রাগিনীরা গেয়ে যায় ....... , স্নিগ্ধ মন বাতায়নে বন বাগিচার ফোঁটে ফুল ...... বুঝি কামনেরা ঝড়ে গেছে শীতের রাতে কষ্টের তোড়ে কখনও সুখ পাখি চকিত চেয়ে বেদনা ভোলায় কবে এক নির্লজ্জ বেদনায় পুড়ছিলে তুমি বলছিলে, সুখপাখি তুই চলে যা দূর ভেলায় । তোমাতে তোমারি মতন চলছিলে তুমি যেন এক নাবিক ছাড়া নৌকার গলুই এ ঘাড় কাত করে আধোমনে বসে থাকো নীলে, কুড়িয়ে পাওয়া বেদনার সমুদ্রে ।। আহা, কি নির্লজ্জ তুমি ! ! ! কি নির্লজ্জ তোমার বেদনা ! ! !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।