কি নির্লজ্জ আমি
খাচ্ছি খেলছি আর বগল বাজাচ্ছি
অন্ন বস্ত্রহীন আমার নারী কাঁদে
চাল চুলা হীন উদলা ঘরে নষ্ট চন্দ্র উঁকিঝুঁকি মারে
আর আমি কবিতা লিখছি
খাচ্ছি খেলছি আর বগল বাজাচ্ছি।
নিভেনাই এখনো মোর ভাইয়ের শ্মশান
সিথির সিঁদুর এখনো হয়নাই ম্লান
টুপটাপ ঝরে পড়া শিউলি কুড়ুচ্ছি
কি নিলজ্জ আমি
খাচ্ছি খেলছি আর বগল বাজাচ্ছি।
মায়ের লাউএর গাছ উপড়ে ফেলে হাতী
লাথি মেরে ফেলে দেয় তুলসির বাতি
বোকা যন্ত্রে অতিয়াগ্রহে ডিসকভারি দেখছি
কি নিলজ্জ আমি
খাচ্ছি খেলছি আর বগল বাজাচ্ছি।
বাপ নিরুদ্দেশ গেছে চার দশক আগে
লুঠিতেছে যে যা পারে যা পায় যে ভাগে
ঝরে পড়া শস্য দানা আয়াসে কুড়ুচ্ছি
কি নিলজ্জ আমি
খাচ্ছি খেলছি আর বগল বাজাচ্ছি।
সন্তানের রক্তে মোর বিষ মিশে যায়
বংশ প্রদীপ মোর নিভু নিভু প্রায়
উজির নাজির আরও কত কি যে মারছি
কি নিলজ্জ আমি
খাচ্ছি খেলছি আর বগল বাজাচ্ছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।