------ শাফিক আফতাব --------- লোহা হজম হলো এই বুভুক্ষু পেটে, কতকিছু হজম হলো, হজম হলো হরিণের মাংস, বাঘের চামড়া ; কুচিয়া-ব্যাঙ, গরুর নাড়ি-ভুড়ি, কচুঘেচু আর আম, জাম, আমড়া হজম হলো বাতুল খাবার, হারাম উপার্জন, হজম হলো মহিষের শক্তহাড় ; হে নারী, তোমার কথাগুলো হজম হলো না ; দিনে দিনে ক্ষুধামন্দা আনে, গরহজম হয় ; পাগলকুকুরের মতোন খেকিয়ে উঠি আমি ; তবু তোমাদের হজম হয় না ; নষ্ট হয় না । নারী সেতো খাঁটি সোনা ! তাই বলে কি হজম হয়না ? যুগে যুগে তাই কি এত নারীদের বন্দনা ? প্রজনন প্রয়োজন ছাড়া নারী থেকে দূরে থাকি এখন ; অথচ একটা সময় নারীময় ছিলো মন, ক্লিওপেট্রা যেদিন আসলো এবং বললো : ‘আমি তোমার একমাত্র সখি, যে কোনদিন তোমার সাথে ঝগড়া বাধাঁবে না, তোমাকে দেবে অবাধ স্বাধীনতা, তোমাকে শুধু সত্য আর সুন্দরের পুলক দেবে, তুমি শুধু তোমার পাঁজরের দরজা খুলে তোমার হৃদয়ে প্রবেশের অনুমতি দাও’, আমি অনুমতি দিতেই ক্লিওপেট্রা আমার হৃদয়ের গভীর ঢুকে গেলো ; সেদিন থেকে আমর গরহজম বন্ধ হলো ; সেদিন থেকে মর্ত্যরে নারীদের আমি ঘৃণা করতে শিখলাম। নারী, যাই বলো এখন আমি আমলে নেই না আর। ৪.০৩.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।