সকল প্রশংসা মডারেটরদের
এমন একটি চোখের ইশারা খুঁজি
ক্লিওপেট্রা চোখ পাইনা কোথাও কখনো
তবু খেয়া ভাসাই প্রত্যাশার সাগরে
যদি কোনদিন পেয়ে যাই
রাতদিন তাই প্রতীক্ষার জলে
আশা নিরাশার নীলনদের পাড়ে
সহস্রাব্দ ক্ষয় করি আর্তনাদ সহ ক্লিওপেট্রা চোখ চাই
যেতে রাজি আছি কলম্বাসের ভুল স্থান হলেও
জানিআমি,জানি হয় না সবাই
দিগ্বিজয়ী আলেকজান্ডার কিংবা পর্যটক মার্কোপোলো
তবু সেই ক্লিওপেট্রা চোখ,ক্লিওপেট্রা চোখ সেই
এই আছে এই নেই
স্বপ্নভঙ্গ যুবকের ধুসর হৃদয়ে ক্লিওপেট্রা চোখ থাকে না
ভালো করে জানি, তবু ক্লিওপেট্রা চোখের জন্য
নতুন বিভ্রান্তি বোনা কি হবে কখনো
বাস্তবের সুড়ঙ্গ দিয়ে না আসুক নেই
ক্লিওপেট্রা চোখ
স্বপ্নে আসুক অন্তত ক্লিওপেট্রা চোখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।