আমি দেখিনি , আমি শুনিনি , আমি বলিনি অনেক কিছুই....।
বঙ্গোপসাগরে যত পানি গরাইছে এই কয়দিন তারচেয়ে ও বেশি গেজানো হইছে বাংলাদেশের ক্রিকেট নিয়া ।
আরে খারাপ দিন সবার জীবনেই আইছে , যেমনেই আসুক না কেন ।
পোলাপাইন গুলা একটা দিন খারাপ খেলছে আর আমরা কাপড় খুইলা নাইমা পরছি ওগো পিছনে।
আরে আমরা চাইডা কি ?????
প্রতিদিন খেলমু পিডামু আর জিতুম ??
তাইলে তো আর মজা থাকত না ।
আরে আমরা ভুইলা যাই এই পোলাগোলার জন্যই আমরা প্রতি খেলায় জিতার আশা করি ।
আগে কি করতাম ? সম্মানজনক হার নাইলে টাইনাটুইনা ১০০ পার ???? তাও আবার কাগো আমলে , এখনকার বীর সমালোচক বয়স্ক (পুরান আর কি ) বাঘের বাচ্চাগো
আগে খেলা দেখতাম কিন্তু খেলার শেষে কষ্ট পাইতাম না কারন আমরা জানতাম হারমু .........সম্মানজনক হার
আর এখন খেলা দেখি জিতব বইলা ।
বোঝা গেছে ????
সাবেকরা একটা কথা খুব কয়...তাগো সময় এতো সুযোগ-সুবিধা ছিল না !!!!!
আজিব কথা .......আরে প্রতিভার কাছে সুবিধা কিছু না ।
তোমাগো সময় তোমরা সেইরম বিরল প্রতিভা ছিলা তাই তোমাগো কাছেও আমাগো সেইরম আশা ছিল।
আবার কেউ ভাইবেননা আমি সাবেকদের গোনায় ধরতাসিনা ।
তারা না খেল্লে আইজকা এতো আশা করা লাগতো না ।
যাইহোক আসেন সবাই এই দলটার সাথে দাড়াই ।
এদের এক এক জন কমবেশি প্রায় কোটি মানুষের প্রতিনিধিত্ব করতাসে ।
এদের সাহস না কাইরা আসেন সাহস যোগাই ।
আর বাঘের বাচ্চারা ডরাইওনা , ভুইলা যাইও না তোমাগো একজনের পিছনে
এক কোটি বাঘ দাড়ায়ে আছে ।
শেষ কথা ...যারাই এই দুইটা বানাইছে তাগোরে ধন্যবাদ ।
অসাধারন কাজ । কারও যদি বারুদ কম থাকে তাইলে একটু এইখা লন , যথেস্ঠ বারুদ পাইবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।