দিতে পারো একশ ফানুস এনে! আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই ... ... ...
প্রথমেই বলে দিচ্ছি - এটি ছবিয়াল পোষ্ট বিধায় লোড হতে খানিকটা সময় নিবে। তাই ধৈর্য হারা না হয়ে খানিকক্ষণ অপেক্ষা করুন ...... কাজে দিবে।
ভারতের ক্রিকেটারদের মধ্যে হঠাৎ উসাইন বোল্টের চিরচেনা রূপ!
ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৫৮ রানের দুঃস্বপ্নের একখন্ড ছবি।
এবার ধোনি ও বিরক্তিকর মানুষ শেবাগ এবং তাদের বোল্ট উদ্যাপন।
পাকি প্রেমী ভাই ও বোনদের জন্য।
(যদিও এত আনন্দ কাল ম্যাচ শেষে থাকেনি!)
বোলার আফ্রিদি ...... এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি।
অ্যান্ড্রু ষ্ট্রাউস ...... এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক।
উহ্! কাল টেলর কি খেলাটাই না খেলল!! দারুণ!!!
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড ম্যাচের প্রতীকী ছবি যেন এটি।
ধ্রুপদী ব্যাটিং এর অধিকারী – স্যার শচীন রমেশ টেন্ডুলকার।
তামিমের একটি শট ......... বলুন ত এটি কোন ম্যাচের ছবি?
কেভিন ও’ব্রায়েনের একটি দানবীয় শট ...... ফলশ্রুতিতে ম্যাচ জয়ী আয়ারল্যান্ড (ইংল্যান্ডের বিপক্ষে)।
দুরন্ত শফিউল, উড়ন্ত বাংলাদেশ ...... ২০১১ বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র জয়।
আজমল শেহজাদের এক আচমকা শট ...... ওভার বাউন্ডারি ...... গুরুত্বপূর্ণ শট যা ইন্ডিয়া -– ইংল্যান্ডের ম্যাচের গতি অনেকটা পালটে দেয়।
'‘চোকার'’ খ্যাত সাউথ আফ্রিকার আরেকটি সহজ জয়ের সুযোগ হাতছাড়া ...... মাত্র ১৭২ রানের টার্গেট দিয়েও ইংল্যান্ড জেতে ৬ রানে!
অনেক বিশ্বকাপ হল, আসুন এবার বাংলাদেশের কিছু চমৎকার মুহূর্তের ছবি দেখি যা দেখলে শুক্রবারের ম্যাচের আগে আশাবাদী হওয়া যায় ভালোভাবেই!
ট্রট আউট শফিউলের বলে! ......... স্কোরবোর্ড বলছে “ট্রট ৯৪ (১৩০) ক জহুরুল ব শফিউল”।
আবারো দুরন্ত শফিউল, আবারো দুরন্ত বাংলাদেশ ......... ফলশ্রুতিতে বাংলাদেশের ইংল্যান্ড বধ।
সে অসাধারণ জয়ের কিছু খন্ড ছবি।
শেষ করি জেদ দিয়ে ...... কি বলেন?
সেই শেবাগ ...... যে সর্বদা বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পছন্দ করে ...... যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ম্যাচ শেষে বলেছিল '“বাংলাদেশ টেষ্টে অর্ডিনারি দল কিন্তু ওয়ানডেতে মোটামুটি ভালো খেলে। তবে তারা আজ একেবারেই প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি। '” ...... তার এই উল্লাস দেখে সেদিন গা জ্বলে গিয়েছিল ...... জানি না তার এই কথার জবাব বাংলাদেশ কবে দিতে পারবে ...... তবুও অপেক্ষায় রয়েছি ...... কারণ যখন রাজ্যহারা রাজা পথের ধূলা গায়ে মাখে তখন তা যথেষ্ট উপভোগ্য হয়!
ছবি সংগ্রহে : প্রথম আলো ও ক্রিকইনফো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।