খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের।
সকালবেলায় খবরের কাগজে চোখ বুলাইতে গিয়া হেডলাইনে নজরে আটকাল। শিউলির চুমু ধোনির তরে সৌভাগ্য নিয়া আসিয়াছে! বা: ... এইরকম ভক্ত কাম প্রেমিকা থাকলে ধোনি ধ্বনিতে দেশ উত্তাল হইবে।
ঘটনা হইল ; ইডেনে প্রস্তুতি পর্বের সময়ে দুদিন ধরে প্রেসবক্সে ঢুকে বসেছিল বহরমপুরের শিউলি, সঙ্গে ভগিনি।
দুদিন খেলা দেখার পরে তৃতীয় দিনে শিউলি নিজেকে নিবেদন করেই বসেন ধোনির বুকে। সুন্দরী ললনার হাতছানি উপেক্ষা করতে না পেরে ধোনি নেমে আসেন বাস হতে আর নামিবামাত্রই ঢুকে পড়েন শিউলির বাহুবন্ধনে। ব্যাকুল প্রেমের আকুল আবেদন চুমু হয়ে ঝরে পড়ে ধোনির ঠোঁটে, মুখে । কিন্তু হায়! সমাজ যে বোঝে না এই প্রেম। জোর করে ছাড়িয়ে নেওয়া হয় শিউলিকে ধোনির থেকে।
চোখের জলে বুক ভাসিয়ে শিউলি ফিরে আসে । পরদিন হেডলাইন শিউলি। শিউলির বাবার ইন্টারভিউ কাগজে কাগজে। বিব্রত বাবা কী যে বলেন, আর কী যে বলেন না নিজেও জানেন না! তদন্ত চলে, কী করে শিউলি প্রেসবক্সে ঢুকে গেল পরপর তিনদিন। তদন্তকারীদের তদন্ত করতে দিয়ে শিউলি ফিরে যায় নিজের ঘরে, যে ঘরে ধোনির পোষ্টারে পোষ্টারে সমস্ত ঘরখানিই ঢাকা।
স্থান নিউমার্কেটের সামনে লাইট হাউস প্রাঙ্গন। উল্টোদিকের শ্রীরাম আর্কেড থেকে বেরিয়ে আসে তর্কে রত দুই তরুন তরুনী। তর্কের বিষয়, প্রেম। মেয়েটির বক্তব্য, ছেলেটি তাকে একটুও ভালবাসে না। আর ছেলেটি নিজের ভালবাসার যে কোন প্রমাণ দিতে প্রস্তুত যে কোন জায়গায়।
নিজেদের তর্কে মশগুল যুবক যুবতী লক্ষ্যই করে না , ভিড় জমে উঠেছে চারপাশে। পথচলতি মানুষেরা সব দাঁড়িয়ে পড়েছে নাটক দেখার আশায়। দোকান পাট ছেঁড়ে এগিয়ে এসেছে এমনকি দোকানীরাও। মেয়েটি বলে; যদি আমাকে ভালবাস তবে ঐখানে দাঁড়িয়ে আমাকে চুমু খাও! হাত ইশারায় দেখিয়ে দেয় তিনটি মার্কেটের সংযোগস্থল। ছেলেটি চারদিকে তাকিয়ে ভিড় দেখতে পায় , বিব্রত মুখে বলে, এখানে চুমু! মেয়েটি ততক্ষণে এগিয়ে গেছে সেদিকে, যেখানে দাঁড়িয়ে চুমু খাওয়ার আব্দার তার।
অগত্যা প্রেমিকও এগোয়। দাঁড়ায় গিয়ে নির্দেশিত স্থানে। মেয়েটি চারপাশে একবার তাকায় তারপর চোখ বন্ধ করে অপেক্ষা করে চুমুর। হে ভগবান রক্ষে কর বলে ময়দানে ঝাঁপায় প্রেমিক, চোখ বন্ধ করে জড়িয়ে ধরে প্রেমিকাকে। চুমু খায়।
আর তারপর স্থান কাল সব ভুলে চুমু খেয়েই যায়। তুমুল হাততালি দেয় জনতা। বাজে সিটি। এগিয়ে আসে পুলিশ। বিচ্ছিন্ন হয় যুবক যুবতী।
হাত ধরাধরি করে এগিয়ে যায় চৌরঙ্গি সড়কের দিকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।