রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, “পুরো কৃতিত্ব শ্রীলঙ্কার। ওরা পরিকল্পনা অনুযায়ী খেলেছে এবং চমৎকারভাবে এর বাস্তবায়ন করেছে। ”
শেষ চার ওভারে মাত্র ১৯ রান তুলতে পেরেছে ভারত। দেশকে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এনে দেয়া ধোনিরও বিশ্বাস, নিজেদের ইনিংসের শেষ সময়েই ম্যাচ থেকে দূরে সরে যান তারা।
“শেষ চার ওভারে যত সম্ভব রান তোলার পরিকল্পনা থাকে।
আমরা তা কাজে লাগাতে পারিনি। ওরা এই সময়ে খুব ভালো বল করেছে। মাত্র একটা ওয়াইড বল ছাড়া আর প্রতিটি বল লক্ষ্যে রাখতে পেরেছে। ”
শেষ দিকে লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারাদের ইয়র্কার সামাল দিতে ব্যস্ত থাকায় সহজে রান পাননি বিরাট কোহলি ও ধোনির মতো আক্রমণাত্মক ব্যাটসম্যানও।
২১ বলে মাত্র ১১ রান করা যুবরাজের ইনিংসই ভারতের হারের কারণ কি না এমন প্রশ্নেও বাঁহাতি এই ব্যাটসম্যানের পক্ষেই বললেন ধোনি।
“আপনারা দেখেছেন তিনি চেষ্টা করেছেন। এটা তার জন্য একটা বাজে দিন ছিল। সমর্থকের চেয়ে খেলোয়াড়ের হতাশা অনেক বেশি। ”
চার নম্বরে যুবরাজকে পাঠানোর ব্যাখ্যায় ধোনি বলেন, “আমাদের ব্যাটিং লাইনআপে বেশ কয়েকজন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ আছেন। তবে সুরেশ রায়নাই কেবল প্রথম বল থেকে মেরে খেলতে পারেন।
বাকি সবাই একটু সময় নেন। সে সময়ে বিরাট খেলছিল তাই বাঁহাতি যুবরাজকে পাঠানো হয়েছিল। পরে যখন খেলা শেষ দুই ওভারে চলে এলো তখন সেসব না ভেবে আমিই নামলাম। ”
শিরোপা জিততে না পারলেও দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়ে ধোনি বলেন, “আমরা ভালো ক্রিকেট খেলেছি। দলে খুব বেশি পরিবর্তন করতে হয়নি।
আর গত দেড় বছর ধরেই চমৎকার ব্যাটিং করছেন কোহলি। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।