আমাদের কথা খুঁজে নিন

   

লোকটার যথার্থ শাস্তি হয়েছে।

যে যায় লংকায়, সে হয় রাবন

লোকটা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। একটা না দুইটা না অনেকগুলো অপরাধে তিনি অপরাধী। সবকিছুর একটা সীমা আছে, সুতরাং অপরাধেরও সীমা থাকা উচিৎ। তার অপরাধ সীমার বাইরে। আমাদের দলের নেতা-পোতা না হয়েও বিশ্বের বিভিন্ন দেশে তিনি দাবড়িয়ে বেড়ান।

ফাজলামিরও একটা সীমা থাকা উচিৎ। বিশ্বের বড় বড় রুই কাতলাদের সাথে যেভাবে হাসাহাসি, মাতামাতি, গলাগলি, জড়াজড়ি করেন, তা ক্ষত শরীরে নুনের ছিটা দেয়ার মতো অবস্থা। সবই না হয় হজম করা যায়, কিন্তু সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী নাকি তার ঘনিষ্ঠ বন্ধু। ওহ, মাই গড!!!!!!!! এত্তো এত্তো ভালো (!?) কাজ করেও এত্তো বড় প্রাইজটা আমাদের না দিয়ে তাও তাকে দিয়ে দিল। নাহ. তাকে আর বাড়তে দেয়া যায় না।

এর একটা বিহীত করা দরকার। কালক্ষেপন না করে এখনই তাকে শায়েস্তা করা জরুরী। বিঃদ্রঃ- ড. ইউনুসের রিট আবেদন খারিজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.