আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... হিনা রব্বানি আপনি কি মুক্তিযুদ্ধে ধর্ষিতাদের সাক্ষ্য শুনেছেন ! !
শুনলে জানতেন আমাদের মেয়েদের নিয়ে কিরকম খেলতো আপনাদের পাকিস্তানী ভাইরা।
আপনাদের ভূট্টা কন্যা নিজে স্বীকার করছে ৩ লক্ষ ধষণের কথা নিজের বইয়ে। কি ছিল আপনাদের নওজোয়ানরা
না, সে খেলাতেও রাজনীতি ছিলো না। খেলার সঙ্গে রাজনীতি থাকে না। সে খেলায় ছিলো শুধুই হিংস্রতা, নির্মমতা, ক্রুঢ়তা এবং পাশবিকতা।
হাসতে হাসতে কারো বুকের মাংস কেটে নেয়া কিংবা তলপেটের নীচে বেয়নেটের মোচড়।
যাদের সঙ্গে এমন হতো, তারা আসলে ভাগ্যবতী। মরে বেঁচে যেতেন। আর বাকিরা বাঙালী নারী হওয়ার প্রায়শ্চিত্য করে যেতেন দিনের পর দিন, রাতের পর রাত, সেপাই থেকে জেনারেলে।
যে লোকটা আমার মা আর বোনদেরকে ধর্ষণ করল, সোঁদা রক্তের দগদগে ঘা নিয়ে আমার মা এখনও মাঝরাতে কাঁদে,সেই লোকটার ছেলের হাত ধরে বলতে পারিনা ‘আপ মেরি দ্বীনী ভাই হ্যাঁ’।
৩০ লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমারা সামনে আগাতে পারিনা পাকিস্তানের হাত ধরে
পারি না, পারি না
মনে রাখিস রক্তের দাগ এখন ও শুকায় নাই . . . .
হুমায়ূন আজাদ স্যার বলেছেন
''আমি পাকিস্তানকে ঘৃণা করি , যখন তারা ফুল নিয়ে আসে তখনও''
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।