সুন্দর সমর
লোকটার মেলা গুন, অল্প দোষ
ঝাল দিয়ে দুধ খায়, চিনি দিয়ে গোশ!
শীতকালে পাঞ্জাবী গরমে স্যুট
গায় দিয়ে দুপুরে খায় ছোলা বুট!
রাতভর জেগে থাকে দিনে দেয় ঘুম
ডলারে সাজিয়েছে নিজ বাথরুম!
বন্ধু হলে কেউ কানে কামড়
তারপর খাওয়াবে ভাজা পাঁপড়!
গতকাল এসেছিলো আমাদের বাড়ি
সাথে ছিলো শত শত ঠেলা গাড়ি!
লোকটার মেলা গুন, অল্প দোষ,
ঝাল দিয়ে দুধ খায় চিনি দিয়ে গোশ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।