সুখীমানুষ
বাধন হারা বাতাস, ঠিকানা নাই জানা
কোথায় কখন যায় ব্যাকুল, নাই সীমানা।
এখনই দোলায় বন, এখনই আঁচল নারীর
এখনই নাচায় ধূলো, এখনই ঢেউ নদীর।
বিহঙ্গ ভুলে পথ, পাল ওঠে ফুলে ফেপে
নবীন লতা, নাগিনীর মত যেন ক্ষেপে।
ঝড়া পাতারা প্রাণ পেয়ে উড়ে কেবল উড়ে
বাঁশে বাঁশে ঘষা লেগে কাঁদে করুণ সুরে।
দূরের বনে ফুল ফোটেছে, গন্ধ যেন চেনা
সুখের স্মৃতি দুঃখ জাগায়, হায় ঘুম আসেনা।
৮-৩-২০১১, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।