আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!
আমার সকল কাজেই মা তোর
বারন সুধু বারন
বল্ মা ক্ষতি খুব কি তাতে
খুজলে কিছু কারন ?
দুপুর বেলা যামনে মাঠে
বিকেল বেলা পুকুর ঘাটে
ভিড়ের মাঝে গাঁয়ের হাটে
হারিয়ে যাবি খোকা,
ভাবনা মা তোর আমিই যেন
সব,চে বেশি বোকা
চিনিস কি মা তাদের যারা
মহান সবার মাঝে
হারিয়ে গিয়েও বেঁচে আছে
ঠিক নিজেদের কাজে
তাদের মতো আমার তো মা
মহান হবার স্বপ্ন জমা
পারলে আরও শক্ত হ,মা
ছাড় মা বাধন খানি,
দেখ্ মা কেমন বীরের মতো
জয় ছিনিয়ে আনি ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।