কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ
অল্প কয়েকদিন আগে আমি চলচ্চিত্র সংসদ আন্দোলন নিয়ে একটি ধারাবাহিক লেখা লিখতে শুরু করেছি। লেখাটি আমার নোট আকারে ‘ফেসবুকে’ প্রকাশিত হওয়ার পর থেকে নানারকম প্রতিক্রিয়া পেতে শুরু করি। অনেকেই আমাকে ব্যক্তিগত মেসেজ দিয়ে লেখার প্রশংসা যেমন করেছেন, ঠিক তেমনি অনেকে নানারকম পরামর্শ দিয়েছেন পরবর্তী লেখার জন্য। আমি আমার নিজের জানার পরিধি এবং ব্যক্তিক মতামত প্রকাশের জন্যই লেখাটি লিখছি। যাকে আমি সামগ্রিক আন্দোলনের প্রতি দায়বদ্ধতা হিসেবে উল্লেখ করতে চাই। কাউকে ছোট অথবা বড়ো করা আমার উদ্দেশ্য নয়। আমার লেখায় নাম প্রকাশিত হয়েছে এমন একজন ব্যক্তি আমাকে যে ভাষায় এবং যেভাবে আক্রমন করেছেন তাতে আমি ব্যক্তিগতভাবে বিপন্ন বোধ করেছি, করছি। এমন আক্রমন সুস্থ মানুষের কাছে কাম্য নয়। আমার লেখায় কেউ যদি মনে করেন কোনো ধরণের পপাত রয়েছে, তাহলে তাকে আমি সেই বিষয়টি লেখার মাধ্যমে প্রকাশ করার জন্য আহবান জানাচ্ছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।