আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় পোষ্টের লিষ্ট [নিয়মিত আপডেট করা হবে]

আমি আসলে ধর্ম ও অধর্মের মাঝে বাস করছি। বুঝতে পারছি না কোনটি ঠিক। তাই নিজের নাম দিয়েছি "আ-নাস্তিক"।

অনেকদিন ধরেই ভাবছিলাম আমার প্রিয়তে রাখা পোষ্টগুলো নিয়ে একটু কাজ করব। কিন্তু সময়ের অভাবে তা করা হয়ে উঠে না।

আজ হাতে কিছুটা সময় আছে। তাই সবটুকু কাজ না করে বরং অল্প দিয়ে শুরু করে ফেলার সিদ্ধান্তটা নিয়ে নিলাম। শুরুটা করলাম 'শূণ্য উপত্যকা' কে নিয়ে। তার বেশ কিছু পোষ্ট আমি পছন্দ করি। কিন্তু আলসেমির কারণে প্রিয়তে নেয়া হয় না।

আজ তাই তাকে দিয়ে শুরু করছি। শূণ্য উপত্যকা : (তার যেসকল পোষ্ট বেশি পছন্দ করি) - ১. হাজার বছর আগের বিমান। যে রহস্যের নেই শেষ। ২. স্বপ্নময় চারদিন ৩. এলোমেলো আত্মকথন ৪. যীশুর কফিনের কাপড়। ধর্মান্ধদের ছলচাতুরী নাকি সত্যি? (তার যেসকল পোষ্ট মোটামুটি ভালো লাগে) - ১. অপেক্ষা ২. দ্বিধা আজকে আলোচনা করব আলিম আল রাজিকে নিয়ে।

আলিম আল রাজি: (তার যেসব পোষ্ট বেশি ভালো লাগে) - ১. বউ-এর কান্না দেখে আমার চোখেও পানি এসে গেলো। ২. একই পোষ্টের কত্তো রূপ!!! ৩. বাসর ঘরে কোন ব্লগার কি করিবেন... - ১ (তার যেসব পোষ্ট মোটামুটি লাগে) - ১. অদ্ভুত অভিজ্ঞতাঃ ঘুম ভেঙ্গে দেখি আমি কোমডের পাশে। ২. বাসর ঘরে কোন ব্লগার কি করিবেন... - ২ ৩. আজকে যদি আমি বুদ্ধিজীবি হতুম, তবে যেভাবে জীবন কাটাতুম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.