I am waiting for someone and I know she will ever come.
প্রচন্ড গরম। তীব্র তাপদাহে অফিসে কিংবা কর্মস্থলে কাজ করতে পাচ্ছেন না। ভাবনা নেই । বাজরে এলো এয়ারকন্ডিশন শার্ট এবং ট্রাউজার। জাপানের বাজারে এখন পাওয়া যাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত
(এয়ারকন্ডিশন) শার্ট এবং ট্রাউজার।
যার নামকরণ করা হয়েছে জাপানি ভাষায় কুচোফুকু। জাপানি মুদ্রায় এর মূল্য ৯৩ ইয়েন।
এই শার্ট এবং ট্রাউজারে পকেটে ব্যাটারি চালিত ৪ ইঞ্চি পরিমাপের ফ্যান রয়েছে যা পরিমিত মাত্রায় বাতাস সরবারহ করতে সক্ষম। যেটি ইউএজবি পোর্টের মাধ্যমে চার্জ করা যায়।
সনির একজন সাবেক কারিগর এই শার্ট এবং ট্রাউজার তৈরি করেছেন।
তিনি দাবি করেছেন ‘এটি শুধু ফ্যাশন নয়। ঠান্ডা বাতাস সরবারহের মাধ্যমে পোশাকধারী কে করবে শীতল ও সতেজ। ’
ব্যবহারকারী পরিমাণ মত এর তামমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারবেন । এই পোশাক পানিতে ধোয়ার সময় ফ্যান এবং ব্যাটারি খুলে রাখতে হয়।
সূত্র: দ্য টেলিগ্রাফ: অনুবাদ: সজিব তৌহিদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।