কবিতা
আগুনের সেকড় এখন তোমার দাহনের মত
ভেতর থেকে গভীরে পোড়ে প্রাণের চেরাগ
আগুনের ফাগুন এখন তোমার চোখের মত
রঙ হারায় ক্ষণ হারায়, হারায় রোদের পরাগ
আগুন এখন
প্রতিদিনের দুঃখের মত আগুন হয়ে গেছে
আগুন এখন
শ্রমের হাত-পায়ের মত একেকটি জ্বালানি
আগুনের ভেতর আগুন এখন ভাষার মত,
পণ্যের মত, সীমান্তহীন।
আগুন এখন টাকার মত।
আগুন এখন বাজারের মত রাষ্ট্রহীন।
আগুন এখন
নারীর ভেতর অনন্ত ফ্যাশন
কিংবা আগুন এখন
পুরুষের অবদমিত কামের মত
পর্নোগ্রাফির মত আগুন এখন
বেআব্রু হয়ে গেছে।
দুনিয়ার তাবৎ প্রেম এখন আগুন।
সুন্দর মাত্রই আগুন।
এবং সত্য মাত্রই আগুন।
দখলের উত্তাপে কারমেল পাহাড়ের ছায়াবাসীরা আগুনের মানচিত্র
ঝিলাম নদীর পানি, সাতবোনের বুক এখন শুধুই আগুন
সবরকম পানির মধ্যেই আগুন
দখলের মধ্যে আগুন
ক্ষমতার মধ্যে আগুন
সবরকম উত্থানের ভেতর আগুন
সবরকম পতনের ভেতর আগুন
আগুনের দরিয়া এখন উড়ন্ত হাওয়ার মত
ভেতরে গভীরে উত্তাল রঙ রসের ঘর
আগুনের ফাগুন এখন তোমার হাসির মত
হঠাৎ জাগে হঠাৎ নিভে অধরা অধর
আগুনের মধ্যে যে আগুনের বিকাশ
তার কোন জন্ম নেই। দেশ নেই
আগুনের বাইরে কোন কাল নেই।
তবু আগুন হারায় আগুনের সীমানা
তবু আগুন জাগায় আগুনের ঠিকানা
আগুনের মধ্যেই আগুনের মৃত্যু
আগুনে পুড়ে পুড়ে আগুনের লাশ
আগুনে পুড়ে পুড়ে আত্মার নিঃশ্বাস।
এবং আগুনে পুড়ে পুড়ে নতুন ইতিহাস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।