আমাদের কথা খুঁজে নিন

   

আগুনে পুড়ে খাক যেন আশুলিয়া-লাশ আর লাশ

যদি মানুষ না হই তবে যেন আবার জন্ম নিই মানুষ হয়ে. . . আশুলিয়ার নিশ্চিন্তপুর এখন আর নিশ্চিন্ত নেই। শোকের এক জনপদ, যেনো মৃত্যুপুরী। পোষাক কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে শতোউরধ মানুষের মৃত্যু আর তাদের রেখে যাওয়া স্বজনের আকাশ ভাঙ্গা আহাজারিতে ভারি হয়ে উঠেছে আশপাশের বায়ু। জীবিত নয়, অন্তত প্রিয় মানুষটির মরোদেহ পা্ওয়ার আশায়, লাশ দেখলেই পাগল প্রায় ছুটছে স্বজন হারানো মানুষ। কেউ পাচ্ছে চেনা মুখটির সন্ধান আবার কেউ ফিরে আসছে বুক চাপড়াতে চাপড়াতে।

এ যেনো স্বজন হারানোদের এক ভাষাহীন শোকের মাতম। সন্তান হারানো মা, মা হারানো সন্তান, ভাই হারানো বোন, বোন হারানো ভাই, স্বামী হারানো স্ত্রী, অথবা স্ত্রী হরানো স্বামী এরকম স্বজনদের কান্না থামাতে পারছে না কোন সান্তনাই। চারপাশে কান্না আর কান্না। এমন কান্না দেখেছি কেউ! পাগলের মতো মা ছুটছেন মেয়ের খোঁজে, মেয়ে ছুটছে মায়ের ভাইয়ের বাবা এমনই করো না কারো জন্যে। মানুষটি না পাই অন্তত লাশ যেনো পাই, এই আরতি বুকের পাজড়ে।

হায়! কে থামাবে কার কান্না? জীবিকার তাগিদে আজন জন ছেড়ে আসা মুখ গুলো আজ লাশ, পোড়া দগ্ধ লাশ, চেনা যায় না বোঝা যায় না। কেবল চিহ্ন দেখে ঝাপিয়ে পড়ে পরিজনরা। বাতাসে মাতম, আগুন কেড়ে নিল স্বজনকে আপন জনের কাছ থেকে। পাগলের মতো মা ছুটছে ছেলের খোঁজে। আগুন ছেলেকে নিয়েছে মায়ের কাছ থেকে।

কিন্তু কোথায় তার ছেলে, সারি সারি লাশের মাঝেও যে দেখা মিলছে না তার। ছেলের জন্য এক মায়ের কান্নার পাশেই আরেক ছেলের আহাজারি মায়ের জন্য। ছোট বোনের জন্য। সকাল থেকে বেলা যতই গড়িয়েছে ততই বেড়েছে স্বজনদের উৎকন্ঠা। যে ভাতিজা আগলে রেখেছিল চাচীকে শোকের সাগরে এখন তিনি শুধুই একা।

কারন, ভাতিভা ও তার বউকে এই সঙগে কেড়ে নিয়েছে আগুন। দূর থেকে স্বজনরা অপেক্ষা করছেন, তাদেরকে কোন সুখবর দিতে পারছেন না বোন হারানো এক ভাই । কেবল, বুক ফাটিয়ে হাউমাউ করছে এদিক থেকে ওদিকে। পোড়া পোড়া লাশের সারি থেকে কেউ কেউ পেয়েছে লাশ হ্ওয়া প্রিয় মুখটি। স্বমীর হাতে উঠেছে স্ত্রী, ভাইয়ের কাঁধে উঠেছে বোনের লাশ।

কিন্তু কেন এত কান্না? কেন এত মৃত্যু? কেন এই উদাসিনতা? আমার অসহায়। উত্তর দিতে পারি না। কিন্তু উত্তর কি নেই? এত মৃত্যু, এত কান্না হয়তো থেমে যাবে আজ বাদে কাল, সময় ভুলে যাবে ঘটনা আরেক ঘটনার চাপায়। কিন্তু স্বজন কি ভুলবে স্বজনের কথা!!!!! মৃত্যু নিশ্চিত নিয়তি হলেও নিষ্চিন্তপুরে আসা শোকাহত মানুষ চায়, আর কোথাও যেনো না হয় এমন মৃত্যুপুরী। সরকার যেনো সহায় হয়, নিয়ম নীতির যেনো জয় হয় মনুষ্য সংসারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।