আমাদের কথা খুঁজে নিন

   

কি আগুনে হৃদয় পুড়ে

সুখীমানুষ

কি আগুনে হৃদয় পুড়ে কেমনে কমু তোরে রে বন্ধু, কেমনে বুঝাই তোরে, বুঝেওবা কিবা হবে বুঝেওতো ফল নাইরে বন্ধু ... তাই হৃদয় না জুড়ে। কেমনে বুঝাই তোরেরে বন্ধু কেমনে বুঝাই তোরে। জ্বলন্ত আঙ্গারের জ্বালা এইনা বুকের মাঝে মন লাগেনা কাজেরে বন্ধু, মন লাগেনা কাজে। দারুন পিরিতের তোরে ঝরে দুই নয়ন কোন কিছুতেই রে বন্ধু গলেনা তোর মন। ভবঘুরে হইয়া হৃদয় পথে পথে ঘুরে রে বন্ধু জলন্ত আঙ্গারের জ্বালায় হৃদয় যায় পুড়ে। ২৭-৮-০৮ ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।