। আমার আমি
সরিয়ে দিয়েছি চাদর সুতীব্র শীতে।
মেখেছি আগুন সমগ্র দেহে, মনে।
বিদ্রোহের চিৎকারে নয়,
কণ্ঠ নামিয়ে দিয়ে বলেছি- আমি এসেছি।
ভুল করে নয়,
জেনে বুঝেই সরিয়েছি চাঁদর-
তীব্র শীত ভালোবেসে।
কাতরতার-কাপুরুষতার অভিশাপ ভেঙ্গে-
সাহসী মানুষ তালাশে নেমেছি একাই।
হাতে নেই দুর্দান্ত রাইফেল কিংবা অন্য কোনও অস্ত্র।
জানি না যাপিত জীবনে কতোটুকু মুক্তি হবে।
তবুও আমি শান্ত, নগ্ন পায়ে এসে দাঁড়িয়েছি।
খালি হাতে, আগুন মেখে,
সূর্য ধারণ করেছি বুকে,
কপালে রজঃ তিলক।
আমরন আন্দোলনে বিচলিত করে দিবো,
মুছে ফেলবো যাতনার ক্ষত এ দেশের বুক থেকে।
সরিয়ে দিয়েছি চাদর সুতীব্র শীতে
মেখেছি আগুন সমগ্র দেহে, মনে,
আমি অগ্নি কন্যা এক, আগুনে মেয়ে......। ।
সঙ্গীতা – ২৮ শ্রাবণ, ১৪২০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।